Advanced Technology
বুধবার, ২ এপ্রিল, ২০১৪
.RAR ফাইল খুলুন
উইন্ডোজ এক্সপি আর সেভেনে *.zip আর্কাইভবিশিষ্ট ফোল্ডার খোলার বিল্টইন সুবিধা থাকলেও সমস্যা বাধে *.rar ফাইল খোলার সময়। *.rar এক্সটেনশনযুক্ত কোন ফাইল কিভাবে খোলা যায় তা নিয়ে অনেককে বিপাকে পড়তে দেখেছি। এই অহেতুক মুশকিল আসানের জন্য ইন্সটল করে নিতে পারেন Winrar. এখান থেকে ডাউনলোড করে নিন।
আইএসও ফাইল রাইট করুন বার্নসিডিসিসি দ্বারা
অনেকেই আইএসও (ISO) ইমেজ ফাইল সিডি/ডিভিডিতে রাইট বা বার্ন করতে পারে না। সাধারণত বেশীভাগ ব্যবহারকারীই সিডি/ডিভিডিতে রাইট করতে নিরো ব্যবহার করে থাকে। তবে নিরো ছাড়াও বিভিন্ন বার্নিং সফটওয়্যার দ্বারাও সিডি/ডিভিডি রাইট করা যায়। এর মধ্যে বার্নসিডিসিসি দ্বারা সহজেই সিডি/ডিভিডিতে আইএসও ইমেজ ফাইল রাইট করা যায়। এজন্য BurnCDCC সফটওয়্যারটি চালু করুন এবং Browse বাটনে ক্লিক করে আইএসও (ISO) ইমেজ ফাইলটি নির্বাচন করুন। এখন ডিভাইস এবং স্পিড নির্বাচন করে Start বাটনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে সিডি/ডিভিডিতে রাইট সম্পন্ন হবে।
মাত্র ১৪৪ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করা যাবে।
তৈরী করুন ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্স
কম্পিউটারের ভাইরাস থেকে মুক্তি পেতে এন্টিভাইরাসের পাশাপাশি রেসকিউ ডিক্স বেশ কাজে দেয়। যখন একটি অ্যান্টিভাইরাস অথবা গোটা অপারেটিং সিস্টেমই চালু না হয়, তখন ভাইরাস স্ক্যান করতে শরণাপন্ন হতে হয় Rescue Disk এর। প্রায় সকল এন্টিভাইরাসেরই রেসকিউ ডিক্স পাওয়া যায়। জনপ্রিয় এন্টিভাইরাস ক্যাসপারস্কি’র রেসকিউ (আপডেটেড) ডিক্সের আইএসও ফাইল অনলাইনে পাওয়া যায়। ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্সের আইএসও ফাইল এখান থেকে ডাউনলোড করে সিডি/ডিভিডিতে রাইট করে ব্যবহার করতে পারবেন।
লেবেলসমূহ:
anti virus,
computer,
softwere
রবিবার, ২৩ মার্চ, ২০১৪
Youtube video download করুন এক নিমিসেই…সাথে আছে Player ও Converter Free
আজ আপনাদের দেখাব কি ভাবে খুব সহজে YouTube Video Download করা যায়।
প্রথমে এই youtube video downloder টি download করুন। এর পর যেই ভিডিও টি download করতে চান।তার url টি copy করে paste করুন। নিচের ছবির মত।
প্রথমে এই youtube video downloder টি download করুন। এর পর যেই ভিডিও টি download করতে চান।তার url টি copy করে paste করুন। নিচের ছবির মত।
Download Link:
https://www.dropbox.com/s/g69jfp417dbx0wc/youtube-video-downloader-pro-setup.exeখুব সহজেই রিমুভ করুন Windows is not genuine Notification.
অনেক সময় আমাদের Windows 7-এর Screen এ Windows is not genuine
Notification দেখতে পাই। আর এটা সাধারনত হয় যখন আমাদের Windows-এ Update
Option চালু থাকে এবং ইন্টারনেট চালু থাকে।
যখন এমন হয় তখন অনেকেই হয়তো নতুন করে Windows Setup করেছেন। তো ভবিষ্যতে যদি কেউ এমন সমস্যায় পরেন তাহলে নিচের প্রক্রিয়া অনুসরন কইরেন আসা করি সমস্যার সমাধান পাবেন।
Start=>All Programs=>Accessories=>Command Prompt-এ ডান বাটন এ ক্লিক করে Run as Administrator করুন।
এর পর Command Prompt-টি চালু হলে সেখানে শুধু "SLMGR –REARM" টাইপ করে Enter চাপুন।
কাজ শেষ এখন একটা Restart- দিন।
যখন এমন হয় তখন অনেকেই হয়তো নতুন করে Windows Setup করেছেন। তো ভবিষ্যতে যদি কেউ এমন সমস্যায় পরেন তাহলে নিচের প্রক্রিয়া অনুসরন কইরেন আসা করি সমস্যার সমাধান পাবেন।
Start=>All Programs=>Accessories=>Command Prompt-এ ডান বাটন এ ক্লিক করে Run as Administrator করুন।
এর পর Command Prompt-টি চালু হলে সেখানে শুধু "SLMGR –REARM" টাইপ করে Enter চাপুন।
কাজ শেষ এখন একটা Restart- দিন।
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
আরিয়ান বিন রেজা'র গল্প শোনানো হলো এবিসি রেডিওতে!
Advanced Tecnology (ADVSN) এর প্রতিষ্ঠাতা আরিয়ান বিন রেজা'র পাঠানো গল্প 'মিসির আলি সাবধান' শোনানো হলো এবিসি রেডিও'র বর্তমানকালের জনপ্রিয় রহস্যগল্পের অনুষ্ঠান 'কুয়াশা'য়। তাঁর গল্প এবিসি রেডিও কর্তৃপক্ষ অত্যন্ত যত্নের সঙ্গে গ্রহণ করে। আমরা তাঁর এই সাফল্যে গর্বিত।
নিম্নে তাঁর সেই গল্প সম্বলিত 'কুয়াশা'র এপিসোডের ডাউনলোড লিঙ্গ দেওয়া হলোঃ
নিম্নে তাঁর সেই গল্প সম্বলিত 'কুয়াশা'র এপিসোডের ডাউনলোড লিঙ্গ দেওয়া হলোঃ
Kuasha (Episode 47)- ABC Radio
শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ ৫টি ডিকশনারি নিয়ে। অনেক সময় আমরা অনেক শব্দ বা word এর অর্থ খুঁজে পাইনা, তখন আমরা এদিক/সেদিক খুঁজে হাতের কাছে Dictionary পাই না, তখন আমরা অস্থির হয়ে যাই। তখন মনে হয় যদি একটা ডিকশনারি থাকত । এখন অবশ্যই থাকবে, তাও আবার আপনার এন্ড্রয়েড ফোনে ১ টি নয় ২টি নয় তাও আবার ৪টি এই Dictionary গুলোর কাজ হলো কোন বাংলা/ইংরেজী শব্দকে বাংলা থেকে ইংরেজী এবং ইংরেজী বাংলায় রুপান্তর করা। এগুলো ব্যাবহার না করলে আপনি বুঝতেই পারবেন না যে আমি আপনাদের কি বুঝাতে চাচ্ছি।
তাহলে আর দেরি এক এক করে ডাউনলোড লিঙ্কগুলো থেকে ডাউনলোড করে নিন।
১।
এখান থেকে উপরের ছবি দেখা ২টি ডিকশনারি ডাউনলোড করে নিন।
২।
এখান থেকে বাকি ২টি ডিকশনারি ডাউনলোড করে নিন।
আর যারা নোকিয়া ফোন ব্যাবহার করেন তাদের মন খারাপ করার কোন কারন নেই, আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বাংলা Dictionary এখান থেকে ডাউনলোড করে নিন।
আশাকরি বাংলা Dictionary গুলো সবার ভাল লাগবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)