Search ADVSN

বুধবার, ২ এপ্রিল, ২০১৪

তৈরী করুন ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্স

কম্পিউটারের ভাইরাস থেকে মুক্তি পেতে এন্টিভাইরাসের পাশাপাশি রেসকিউ ডিক্স বেশ কাজে দেয়। যখন একটি অ্যান্টিভাইরাস অথবা গোটা অপারেটিং সিস্টেমই চালু না হয়, তখন ভাইরাস স্ক্যান করতে শরণাপন্ন হতে হয় Rescue Disk এর। প্রায় সকল এন্টিভাইরাসেরই রেসকিউ ডিক্স পাওয়া যায়। জনপ্রিয় এন্টিভাইরাস ক্যাসপারস্কি’র রেসকিউ (আপডেটেড) ডিক্সের আইএসও ফাইল অনলাইনে পাওয়া যায়। ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্সের আইএসও ফাইল এখান থেকে ডাউনলোড করে সিডি/ডিভিডিতে রাইট করে ব্যবহার করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন