Search ADVSN

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

খুব সহজে ফটোশপে বাংলা লিখার উপায়


আমি বেক্তিগত ভাবে অনেককেই দেখেছি যে ফটোশপে বাংলা লিখতে পারেন না। মূলত যারা অভ্র দিয়ে লিখেন তাদের ফটোশপে বাংলা লিখতে অনেক বেগ পেতে হয়। কারন অভ্রর ফন্ট ফটোশপে সাপোর্ট করে না। তাই আজ আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে বাংলা লিখা যায়। জানি অনেকেই বিষয়টি জানেন, যারা জানেননা তারা উপকৃত হবেন আশা করছি।
  • প্রথমেই অভ্র  ফটোশপ ওপেন করে নিন।
তারপর অভ্রর সেটিং প্যানেল থেকে বিজয় টেক্সট কনভার্ট বাটনে ক্লিক করুন।
এবার আপনার কাঙ্ক্ষিত টেক্সট সমূহ বক্সটিতে লিখে কনভার্ট বাটনে ক্লিক করুন, তারপর টেক্সট গুলো কপি করে রাখুন।
এবার ফটোশপের টাইপ টুলটি ওপেন করে তাতে টেক্সট  (Ctrl+V)  গুলো পেস্ট করুন। তারপর লিখা গুলো সিলেক্ট করা অবস্থায় ফন্ট সেকশনে গিয়ে Kalpurush ANSI সিলেক্ট করুন।
তাহলেই আপনার কাঙ্ক্ষিত বাংলা লিখাটি দেখতে পারবেন। কোন সমস্যা হলে মন্তব্য করতে পারেন, ধন্যবাদ।   :-D

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন