আপনি যদি প্রশ্ন করেন, সফটওয়্যার ছাড়া সত্যি কি বাংলা লিখা যায় ?
তার উত্তর এ আমি বলব ১০০ % লিখা যায়, যদি আপনার কাছে থাকে শুধুমাত্র নেট কানেকশন । আর যারা টেকটিউনস এ ঘুরাফেরা করেন, আমার মনে হয় তাদের মাঝে ১০০ % ই নেট কানেকশন আছে।সফটওয়্যার ছাড়া লিখার ১ টাই উদ্দেশ্য সেটা হল সফটওয়্যার ইন্সটল দেয়া লাগবে না। সফটওয়্যার ছাড়া বাংলা লিখতে পারবেন |
এবার কাজের কথাতে আসি, সেটা হল আপনি =পিপীলিকা.কম= এর সাহাযে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র ওদের সাইট এ গিয়ে অনুসন্ধানের বক্স এ টাইপ করে অনায়েসে বাংলা লিখতে পারবেনওদের ফিচার গুলো হল
- অভ্র
- ইন্স্ক্ৰিপ্ত
- National Keyboard
- Probhat
আর ১ টা কথা হল =পিপীলিকা.কম= আমাদের বাংলাদেশ এর অনুসন্ধান ইঞ্জিন | তাই এর সুষ্ঠ ব্যবহার করা আমাদের দায়িত্ব
যদি কনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা প্রার্থী |
http://banglatext.com
উত্তরমুছুন