এর জন্য অনেকেই অনেক রকম ভাল ভাল থিম ব্যাবহার করেন। কারও পছন্দ সাধারণ, আবার কারও পছন্দ একটু স্টাইলিশ। কিন্তু থিমটা যদি নিজের মনের মত করে নিজেই বানান তাহলে কেমন হয় ? চলুন আজকে জেনে নিন কিভাবে Google Chrome এর থিম তৈরি করতে হয়। ঠিকঠাকভাবে কাজ করলে থিমটা তৈরি করতে আপনার সময় লাগবে হয়ত এক মিনিটেরও কম !
- প্রথমে এখানে যেয়ে Extension টি Add করুন।
- তারপর একটা New Tab Page Open করুন।
- নিচের দিকে Most Visited এর পাশে Apps এ ক্লিক করুন। দেখবেন My Chrome Theme নামে একটা Apps আছে। ওখানে ক্লিক করুন।
- তারপর যে পেজ Open হবে সেখানে START MAKING THEME এ ক্লিক করে একটা ছবি Upload করুন। অথবা Use Webcam এ ক্লিক করে Webcam এ ছবি তুলতে পারেন।
- তারপর আপনি আপনার নিজের মত করে ছবিটা Edit করে Continue to Step 2 তে ক্লিক করুন।
- তারপর এই পেজে Brush চিহ্নিত বিভিন্ন জায়গায় ক্লিক করে Toolbar,Tab,Background,Frame এর কালার পরিবর্তন করতে পারবেন। তারপর Continue to Step 3 তে ক্লিক করুন।
- এই পেজে আপনার বানান থিমটির একটা নাম দিন। আমি নাম দিলাম Beautiful World. তারপর Make my theme! এ ক্লিক করুন।
- অবশেষে থিমটা তৈরি হয়ে গেল। এরপর শুধু Install Theme এ ক্লিক করে থিমটা Install করুন। থিমটা শেয়ার করতে চাইলে Share Theme এ ক্লিক করে যে URL টা Generate হবে সেটা শেয়ার করতে পারেন।
ami allready use korsi eta!
উত্তরমুছুনAmar theme- https://www.mychrometheme.com/t/a0ta7q5d2klcjr7yiiklqyw0i