Search ADVSN

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

ফেসবুকের পেজ/গ্রুপ/বন্ধুদের একাউন্ট থেকে সকল ছবি ও ভিডিও একটি,একটি করে না করে একসাথে ডাউনলোড করুন।


আসসালামু আলাইকুম। সবাই ক্যামন আছেন জানি না, তবে নিজে ভালো নেই। যাইহোক শিরোনাম দেখতেই বুঝতে গিয়েছেন আশা করি যে আজকের পোষ্টের বিষয় কি!! হ্যাঁ আজকের পোষ্টের বিষয় হচ্ছেঃ “আমরা সাধারনত এমন অনেক গ্রুপ,পেজ বা বন্ধুর একাউন্ট পেয়ে যাই যেখান থেকে প্রায় আমাদের সব ছবি অথবা ভিডিওই ডাউনলোড করার প্রয়োজন হয়!! সেটা কোন প্রাকিতিক দৃশ্য পোষ্ট করা পেজও হতে পারে আবার ছেলে/মেয়ের ছবি পোষ্ট করে এমন পেজও হতে পারে ;) ।
এখন কথা হচ্ছে একটা পেজে তো আর ২০/২৫ টা করে ছবি থাকেনা তাই না? যে আপনি ৩০ মিনিট সময় হাতে নিলেন আর একটা একটা করে ডাউনলোড করে ফেললেন ধিপাধাপ :P । কয়েকশ থেকে হাজারো ছবি, ভিডিও থাকতে পারে :) । তাই আজ একসাথে কিভাবে সব পেয়ে যেতে পারেন তাই দেখাবো :D ।
Tarchira-Tamim.htm_20130915073940
প্রথমেই আপনার নিজের একাউন্ট/বন্ধুর একাউন্ট অথবা ফেক একাউন্ট ফেসবুকে লগিন করে খুলে ফেলুন।
Download-Facebook-Pictures-and-Videos-PickNZip.htm_20130915073947

এবার পিক অ্যান্ড জিপ http://www.picknzip.com/ নামের এই ওয়েবসাইটে চলে যান এবং উপড়ের LOGIN জায়গায় চেপে প্রবেশ করুন।
Facebook-দিয়ে-লগইন-করুন.htm_20130915073954

যেহেতু আপনি,আমি,আমরা এখানে নতুন পাপী তাই App টি ফেসবুকে সেটআপ করে নিতে সম্মতি দিয়ে দিন।
Download-Facebook-Pictures-and-Videos-PickNZip.htm_20130915074110

প্রবেশ করার পর আপনি ডান পাশে চেয়ে দেখুন বক্সের মধ্যে ফ্রেন্ড/গ্রুপ/পেজ অপশন রয়েছে!! আনার যেখান থেকে ইচ্ছে নামানোর সেই জায়গায় যান। আমার ইচ্ছে ছিল আমি আমার ফ্যান পেজটি থেকে ছবি ডাউনলোড করবো। তাই আমি পেজে যেয়ে► আমার ফ্যান পেজ https://www.facebook.com/tarchiratamim টি সিলেক্ট করেছি!
লক্ষ্য করুন বাম পাশে রয়েছে DOWNLOAD অপশন। এবার সেখানে চলে যান।
Download-Facebook-Pictures-and-Videos-PickNZip.htm_20130915074117

একেক মানুষ একেক রকম। তাদের চাহিদাও ভিন্ন। আর আমরা হচ্ছি সব লুটে নেয়া ধাচের পাবলিক!! তাই আমরা DOWNLOAD ALL PHOTOS দিয়ে সব লুটে নেয়ার চেষ্টা চালাবো।
Download-Facebook-Pictures-and-Videos-PickNZip.htm_20130915074130

পিডিএফ আকারে ডাউনলোড করার কোন মানেই হয় না!! ছবির বই দিয়ে করবোটা কি? ZIP সিলেক্ট করুন।
Download-Facebook-Pictures-and-Videos-PickNZip.htm_20130915074138

অপেক্ষা করুন ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত।
Download-Facebook-Pictures-and-Videos-PickNZip.htm_20130915074409

আমরা বিনাবাধায় লুটপাট করতে সফল হয়েছি!! যদিও ৪৭ থেকে ৫ টি ছবি লুট করতে যেয়ে হারিয়ে গিয়েছে!! ব্যাপার নয়! বাকিগুলো পেলেই হচ্ছে, তাই SAVE চাপুন।
Image-1

কি ডাউনলোড করবেন আপনি আর আল্লাহ্‌ই জানে!! আর সেটা হার্ডডিস্ক এর কোন চিপায় রাখবেন সেটা আপনারই ব্যাপার।
Image-3

এবার জিপ ফাইলটি EXTRACT করে নিন।
Image-4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন