Search ADVSN

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

Ubuntu 10.04 এ Avro Keyboard ইন্সটলঃ


দিন দিন উবুন্টু অপারেটিং সিস্টেমটা ভালই জনপ্রিয়তা লাভ করছে। আমিও কয়েকদিন আগে থেকে উবুন্টু ব্যবহার শুরু করেছি।
এর চেয়ে আরো বেশি জনপ্রিয় হল Avro Keyboard। কিন্তু উবুন্টুর জন্য কোন অভ্র নেই। তাতে হতাশ হওয়ার দরকার নাইঅভ্র না থাকলেও রয়েছে SCIM-AVRO। কিন্তু এটা যে আবার শুধু উবুন্টু ৯.০৪ আর ৯.১০ এর জন্য বানানোতাহলে আমাদের কি?
সমাধান আছে। এর জন্য ৯.১০ এর ভার্সনটা ইন্সটল করতে হবে। কিন্তু OmicronLab (Creator of Avro) এ অনেকেই নাকি অভিযোগ করেছেন ১০.০৪ এ স্কিম কাজ করে না। এর পরপরই তারা একটা পোস্ট দেয় কিভাবে ১০.০৪ এ ইন্সটল করতে হবে। যাই হোকঐটা অসম্পূর্ণ এবং প্রথম প্রথম আপনাদের ঝামেলা হতে পারে। তাই আমি অত্যন্ত সহজ করে বিষয়টা তুলে ধরছি।
প্রথমে এখান থেকে SCIM-AVRO ডাউনলোড করুন। এবার Terminal এ গিয়ে লিখুন sudo apt-get update এটা কাজ করা শেষ হলে টারমিনাল থেকে বেরিয়ে আসুন। যদি নতুন কোন আপডেট আসেতবে আগে আপডেট করবেন।
এবার আপনার Ubuntu এর Ubuntu Software Center এ যান।
এখানে থেকে SCIM সার্চ দিন এবং ইন্সটল করুন। এরপর আপনি যে SCIM AVRO ডাউনলোড করলেনতা সেটাপ দিন। সেটাপ খুব সোজা। ক্লিক করার পর Install Package লেখা উঠবেএখানে ক্লিক করলেই কাজ শেষ।
আবার টারমিনালে যানসেখানে লিখুন im-switch –c
দেখবেন নিচের মত একটা জায়গা আসবে। এখানে থেকে SCIM সিলেক্ট করুন। দেখুন, SCIM ৬ নম্বরে আছেঅর্থাৎ লিখে এন্টার দিন। এরপর যে লেখা আসে আসুকতারা কিছু প্যাকেজ ইন্সটল করতে বলতে পারেসেটার কোন দরকার নেই।
scimscreen
মনে রাখবেনআপনার কম্পুতে SCIM লেখাটা যত নম্বরে দেখায় তত লিখে এন্টার টিপবেন।
এবার কম্পু Log Out করে আবার Log in করুন অথবা Restart দিন। System > Preferences > SCIM Input Method এ যান।
এখানে থেকে সেটিংস গুলো চেঞ্জ করুন:
SCIM Input Method
১। Front End এর Global Settings এ গিয়ে- Trigger, Turn On এবং Turn Off এর Shortcut “Ctrl+Space” বানিয়ে দিন। শুধু Ctrl+Spaceরাখবেনএকাধিক থাকলে সেগুলো মুছে দিন।
২। IMEngine এর Global Settings এ যানএখান থেকে Bengali ছাড়া অন্য সবগুলোর টিক চিহ্ন উঠিয়ে দিন। এবার Apply করে বেরিয়ে আসুন।
৩। কম্পিউটার Log Out করে আবার Log in করুন।
আপনার কাজ শেষ। এখন টেস্টের পালা। OpenOffice/FireFox/gEdit খুলুন। এরপর Control + Space কি চাপুনএতে অভ্র চালু হবে। আপনি যেভাবে অভ্রতে লেখেনসেভাবে লিখুন।
আহাএকিবাংলা লেখা যে ওঠে নাএখনএরও সমাধান আছে। লেখা না ওঠার কারন বা সমস্যার কারন হলফন্ট নেই। তাহলে এখন Unicodeফন্ট প্যাকেজটা ডাউনলোড করে নিন আর ইন্সটল করুন।
বিশেষ কথাঃ উবুন্টুতে একটা জিনিস আছে যার নাম Computer Janitor (Sytem>Admin>Computer Janitor). এখানে “ttf_banglaunicode” এবং “scim-avro” দেখাইতে পারে। এই দুইটা ভুলেতেও ক্লিন করবেন নাতাহলে যা করছেন সব পন্ড হবে। এমনকি পরে আবার এগুলো ইন্সটল করতে চাইলেও সমস্যা দেখা দিতে পারে।
এবার সবকিছু ঠিকঠাক চলবেইনশাল্লাহ্‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন