Search ADVSN

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

Windows 7 Manager 4.1


Windows 7 Operate করার জন্য Best এবং Powerful সফটওয়ার Windows 7 Manager যার মধ্যে ৩০টির থেকেও বেশী বিভিন্ন ধরনের Tools আছে যা আপনার Windows 7 কে Optimize করতে সাহায্য করবে।
Windows 7 Manager এর বৈশিষ্ট্য ও সুবিধা:
Information
System এবং সকল Hardware এর বিস্তারিত তথ্য দেখাবে, Windows এর Installation Key খুজতে সাহায্য করবে, Running processes এর বিস্তারিত তথ্য দেখাবে, যেখান থেকে আপনি যেকোন Processes বন্ধ করতে পারবেন। Windows 7 manager এ একটি আকর্ষনীয় Tool 1-Click Cleaner যা আপনার System এর সকল অপ্রয়জনীয় ফাইলগুলো Automatically ডিলিট করবে।
Optimizer
Windows এর Startup এবং Shutdown Speed দ্রুত করবে। Hardware এর Performance বৃদ্ধি করবে যা আপনার System এর Speed বাড়াবে। অপ্রয়জনীয় System tasks বন্ধ করার জন্য রয়েছে Task Schedule
Cleaner
অপ্রয়জনীয় Files এবং Folders খুজে বের করে এবং Chart আকারে দেখায় যা আপনার Disc Space নষ্ট করে, Junk Files Cleaner Junk ফাইলগুলো খুজে বের করে Disc space বাড়ানোর জন্য, Duplicate Files Finder আপনার কম্পিউটার Scan করে একই Size একই Name একই Modification Time রয়েছে সেসব ফাইল খুজে বের করে, Registry Cleaner সহজেই Registry Check করে এবং ভুল linked registry entries ঠিক করে, Automatically অকেজো Entries ডিলিট করে, Registry Defrag পুনরায় Registry re-index করে এবং Application response এবং  Registry access করার সময় হ্রাস করে।
Customization
Windows Start up কন্ট্রোল, Tune up Boot menu, Edit context menus রাইট মাউস বাটন, Customize system desktop, Menus, toolbar, Notification settings, System Icon সমূহ পরিবর্তন (Hard Drive Icon, Removal Disc Icon, Folder Icon, Control Panel Item Icon etc.), Pertition Icon (Hard drive, DVD-CD Drive etc.) পরিবর্তন করতে পারবেন, Windows Logon screen পরিবর্তন করতে পারবেন, Hidden Theme Unlock করতে পারবেন, File type Icon (mp3, rar, zip etc) পরিবর্তন করতে পারবেন। এছাড়া আরও অনেক Tools পাবেন।
Security
আপনি (Desktop, menus, Windows logon securities) Improve করতে পারবেন এবং অনেক লুকানো performance Option পাবেন। Deleted Files পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। (সংক্ষিপ্ত)
Network
আপনার Internet Connection speed দ্রুত করবে, Internet Explorer সহজেই tweak করতে পারবেন।
Utilities
Windows এর utilities এর Collection পাবেন, ফাইল Split এবং merge করতে পারবেন।

Windows 7 Manager 4.1+Serial (9MB)

[Direct Link]

[Windows 7 manager install করার পর আপনি যখন License Key দিবেন তখন আপনার Internet Disconnect করে নিন।]
[ Accidently আপনার যদি Internet Connection on থাকে তাহলে License Fake সেটা বলতে পারেতাহলে Internet Connection Disconnect করে দিন এবং আবার একই Serial দিন। তাহলেই Windows 7 manager Activate হয়ে যাবে।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন