Search ADVSN

শনিবার, ১ মার্চ, ২০১৪

বিশ্বের অন্যতম সেরা কিছু ডাওনলোড ম্যানেজার


বিশ্বের অন্যতম সেরা কিছু ডাওনলোড ম্যানেজার (1)
বিশ্বের অন্যতম সেরা কিছু ডাওনলোড ম্যানেজার
এটা আমার প্রথম টিউন আশা রাখি ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । । অনেক দিন যাবত লিখব ভাবছি কিন্তু লেখা আর হয়ে উঠে নি। আজ লিখেই ফেললাম । কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে আসি ।  ।
ডাউনলোড ম্যানেজার আমাদের অন্যতম এক দরকারি সফটওয়্যার । আমাদের দেশের স্লো নেট এর জন্য এর কোন বিকল্প নেই । নিচে বিশ্বের সেরা কিছু ডাউনলোড ম্যানেজার এর লিঙ্ক সহ সুবিধা অসুবিধা দেয়া হল :-

Internet Download Manager :-

বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাবহিত ডাউনলোড ম্যানেজার এটি । এর স্পীড যে কোন ডাউনলোড ম্যানেজারের চেয়ে বেশি এবং এক সাথে অনেকগুলু ডাউনলোড দেয়ার ক্ষেত্রে এর কোন জুরি নাই । ।
তবে এর অসুবিধা গুলু হচ্ছে ।
1.মাঝে মাঝে 99.99% এ গিয়ে ফেল মারে
2.এটি ফ্রী না । তাই রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলা করে

ডাউনলোড লিঙ্ক :

IDM :- http://mirror2.internetdownloadmanager.com/idman619build2.exe?b=1&filename=idman619build2.exe
IDM(preactivated) :- https://www.dropbox.com/s/qxxj6aw6odyh6pc/Internet.Download.Manager.v6.16.1%5Bwww.skdurjoybd.com%5D.zip

Flash Get:-

ফ্ল্যাশ গেট একটি ওপেনসোর্স সফটওয়্যার হওয়ার কারনে এবং এটি দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করার সুবিধা থাকার কারনে এটি ডাউনলোড ম্যানেজার জগতে রেঙ্কিং এ এক নাম্বারে
আছে । যে কোন ডাউনলোড এ রিজুম সাপর্টেড ।
অসুবিধা:-
1.স্পীড তুলনামুলক ভাবে IDM এর চেয়ে কম
2.লিঙ্ক কপি করে ডাউনলোড করতে হয় অর্থাৎ এটি আপনা আপনি ডাউনলোড নেয় না

ডাউনলোড লিঙ্ক :-

Flash Get:- http://down5.flashget.com/flashget3.7.0.1203en.exe

Orbit Downloder :-

অরবিট বিশ্বের অন্যতম সেরা ডাউনলোড ম্যানেজার । এটাও একটি ওপেন সোর্স সফটওয়্যার । ডাউনলোড স্পীড প্রায় IDM এর সমান এবং এটি ডাউনলোড ম্যানেজার জগতে রেঙ্কিং এ চার  নাম্বারে আছে।এটিও  যে কোন ডাউনলোড এ রিজুম সাপর্টেড
অসুবিধা:-
এর কোন অসুবিধা নেই বললেই চলে । তবে এটিও লিঙ্ক কপি করে ডাউনলোড দিতে হয় এবং টরেন্ট ডাউনলোড হয় না  ।
orbit downloder
orbit downloder

ডাউনলোড লিঙ্ক :-

অরবিট :-  http://www.orbitdownloader.com/

Download Accelerator Plus (DAP):-

এটি আর অরবিট প্রায় একই । তবে অরবিট দেখতে সুন্দর । তবে এর অনন্য ভাল দিক হল এটি ডাউনলোড গতিকে ত্বরানিত্ব করে ।
এটি premium ও ফ্রী  দুটি ভার্সনেই পাওয়া যায় । 8-)

ডাউনলোড লিঙ্ক :-

ফ্রী ভার্সন :- https://d1ih5upz66zwom.cloudfront.net/mag/dap10i_43bf74a7f6_setup.exe

এছাড়া আর অনেক ডাওনলোডার আছে তবে এই চারটাই মুটামুটি বেস্ট । তবে আমার মতে সবচেয়ে অরবিট ডাউনলোড ম্যানেজারটাই বেস্ট তারপর আই.ডি.এম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন